নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-09-2021

নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল পৌনে ১১টার দিকে বহরমপুর অচিনতলায় এ ঘটনা ঘটে। নিহত হলেন মো. জুয়েল (৪৫)। তিনি অচিনতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তান মুমিনুল ইসলাম পিয়াসের ছুরিকাঘাতে আহত হন মো. জুয়েল। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ রামেক হাসপাতালে আছে। ছেলে পিয়াসকে গ্রেফতার করা হয়েছে। সে মাদকাসক্ত বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা