মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-09-2021

মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

কোপা আমেরিকার ফাইনালের প্রায় দুই মাস পর রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় বিশ্বকাপ বাছাইপর্বে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে আরেকটি সুপার ক্লাসিকো। 

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পৌঁছায় আর্জেন্টিনা। সেই তুলনায় চিলির বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে। ব্রাজিলের বিরুদ্ধে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে থাকা মেসিরা পুনরাবৃত্তি করতে চায় কোপা আমেরিকার সেই ফাইনালের। যেখানে আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার দেখা পায় আলবিসেলেস্তারা। 

তবে বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচকে কোপা আমেরিকার ফাইনালে পুনরাবৃত্তি বলা মোটেও ঠিক হবে না। করোনার নিষেধাজ্ঞার কারণে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা নয়জন খেলোয়াড়কে ছাড়াই দল গঠন করতে হয়েছে ব্রাজিলকে। আরজ্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের একাদশও নিশ্চিত করেননি দলের কোচ তিতে।

অপরদিকে, এই ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে কারা খেলবেন তা এখনও চূড়ান্ত করতে পারেননি আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে কড়া ফাউলের শিকার হলেও, এখন পুরোপুরি ফিট আছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। তার খেলা নিয়ে কোনো সংশয় নেই। ভেনেজুয়েলা ম্যাচের মতোই শুরুর একাদশে দেখা যাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকাকে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ-

ওয়েভারটন, দানিলো, মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস/গারসন, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র/এভারটন রিবেইরো, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা