সন্তান জন্মদানের ২৬ দিন পরে স্কুলশিক্ষিকার করোনায় মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-09-2021

সন্তান জন্মদানের ২৬ দিন পরে স্কুলশিক্ষিকার করোনায় মৃত্যু

সন্তান জন্মদানের মাত্র ২৬ দিন পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাহমিনা আক্তার ডলি (২৯) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলার কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মশিউর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্র ও শিক্ষিকা তাহমিনা আক্তার ডলির সহকর্মী উম্মে সালমা জানান, গত ২৬ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে সন্তান জন্ম দেন ডলি। সন্তান জন্মদানের পর ডলি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নাসিরনগরে চলে আসেন।

পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্টে ভুগলে পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবার স্ট্রোকও করেন ডলি। এরপর শুক্রবার রাতে তিনি মারা যান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা