আফগানিস্তান পুনর্গঠনে চীনের ওপর নির্ভর করছে তালেবান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-09-2021

আফগানিস্তান পুনর্গঠনে চীনের ওপর নির্ভর করছে তালেবান

সম্প্রতি 'ওয়ান বেল্ট' প্রকল্পকে সমর্থন দিয়ে চীনকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সহযোগী মনে করছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইতালির একটি সংবাদপত্রের বরাতে জানান, আফগানিস্তানের পুনর্গঠনে চীনের ওপর নির্ভর করছে তালেবান। তাই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ চীন।  

তিনি আরও বলেছেন, আফগানিস্তানে তামা, রূপা, নিকেলের মতো খনিজ পদার্থে বিনিয়োগ করতে  আগ্রহী বেইজিং। তারা বিনিয়োগ করতে চায় এবং আমাদের দেশকে পুনর্গঠনে সহায়তা করবে। এতে তামার খনিগুলো আবারও সচল করা হবে। আর চীনের মাধ্যমে তা পাঠানো হবে বিশ্ব বাজারে। এছাড়াও তারা মস্কোর সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতে চায়।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তালেবানের সঙ্গে সব দেশের যোগাযোগ করা উচিত। তাদের রাস্তা দেখানো দরকার।

সূত্র: এনডিটিভি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা