করোনায় ছয় মাসে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-09-2021

করোনায় ছয় মাসে প্রথম মৃত্যু দেখল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে বিগত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে অকল্যান্ড হাসপাতালে করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

তবে দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন দেশটিতে নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া তিনি ২৭তম এবং চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

নিউজিল্যান্ডে ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, দেশটিতে ছয় মাসে ৭৮২ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৮৪। সূত্র: স্টাফ, নিউজিল্যান্ড হেরাল্ড


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা