পানশির দখলের তালেবানি দাবি প্রত্যাখ্যান বিরোধীদের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-09-2021

পানশির দখলের তালেবানি দাবি প্রত্যাখ্যান বিরোধীদের

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের মার্কিন দখলদারিত্বের অবসান ঘটে।

তালেবান পুরো দেশ দখল করে নিলেও পানশির প্রদেশে প্রতিরোধের ঘোষণা দেয় মাসুদ বাহিনী। এরপর সেখানে হামলা চালায় তালেবান। শুরু হয় তীব্র লড়াই।

এক পর্যায়ে শুক্রবার পানশির দখল করার দাবি জানান তালেবানের এক কমান্ডার।

তালেবানের ওই কমান্ডার বলেন, “আল্লার আশীর্বাদে এখন গোটা আফগানিস্তান আমাদের দখলে। বিদ্রোহীদের দমন করে পানশির এখন আমাদের কবজায়।”  খবর রয়টার্স ও বিবিসির।

তালেবানের আরও দাবি, পানশির ছেড়ে পালিয়েছেন আহমেদ মাসুদ ও আমরুল্লা সালেহ। তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন তারা।

শুক্রবার পানশির ‘দখল করার’ আনন্দে রাজধানী কাবুলে প্রচুর ফাঁকা গুলি ছুঁড়ে আনন্দ করতে দেখা যায় তালেবান সদস্যদের। কোথাও আকাশ ভরে ওঠে আতশবাজির আলোয়। সোশ্যাল মিডিয়ায়ও পানশির পতনের খবর ভাইরাল হয়।

তবে বিদ্রোহীরা তালেবানের এই দাবি উড়িয়ে দিয়েছেন। আমরুল্লাহ সালেহ পাল্টা দাবি করেছেন, পানশিরে প্রচণ্ড লড়াই চলছে। তবে এখনও এখানে থাবা বসাতে পারেনি তালেবান।”


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)