বিদ্যালয়ের মাঠে পানি নিয়ে আতঙ্কিত অভিভাবকরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-09-2021

বিদ্যালয়ের মাঠে পানি নিয়ে আতঙ্কিত অভিভাবকরা

মানিকগঞ্জ পৌর এলাকার চর বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পানিতে ডুবে গেছে। এতে চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। 

চরবেউথা এলাকার অভিভাবক মিজানুর রহমান বলেন, আমার বাচ্চা এই স্কুলের প্রথম শ্রেণীতে পরে। সে খুব চঞ্চল প্রকৃতির। স্কুলের মাঠে পানি, কিভাবে ছেলেকে স্কুলে পাঠাই। শিশুদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকা কঠিন। যেভাবে প্রতিদিন পানি বাড়ছে এতে কয়েক দিনের মধ্যে স্কুল ও রাস্তাঘাট ডুবে যাবে। এটি শহরের ৮নং ওয়ার্ড যা দ্রুত উঁচু করা দরকার।

এদিকে, আজও পদ্মা-যমুনায় পানি বাড়ছে। সেই সাথে মানিকগঞ্জ পৌরসভাসহ নিম্নাঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করছে। পানি পরিমাপক ফারুক হোসেন জানান, আজ শনিবার যমুনায় ৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এছাড়াও স্থানীয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মো. নাহিদ বলেন, এলাকাটি খুব নীচু। খুব দ্রুতই মাঠটি উঁচু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা