কুড়িগ্রামে ৭০ হাজার বানভাসির দুর্ভোগ চরমে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-09-2021

কুড়িগ্রামে ৭০ হাজার বানভাসির দুর্ভোগ চরমে

কুড়িগ্রামে অন্য সকল নদীর পানি কমলেও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি আবারও অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে এ দুই নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। 

শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ধরলা নদীর সেতু পয়েন্টে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সদর উপজেলা, চিলমারী ও উলিপুর, রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রায় ২ শতাধিক চর ও দ্বীপ চরের ৭০হাজার মানুষ পানিবন্দি জীবন যাপন করছেন। এসব মানুষ রয়েছেন বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে। অনেক মানুষ উঁচু বাঁধে গিয়ে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে শুরু করেছে। 

এদিকে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার ১৩টি ইউনিয়নে ৪শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। এবারের বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এসব এলাকার রোপা আমনসহ বিভিন্ন সবজি ক্ষেত। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছে পানিবন্দি মানুষজন। 

জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক জানান, বন্যায় জেলায় প্রায় ২৮হাজার হেক্টর রোপা আমন, শাকসবজি ও বীজতলা তলিয়ে গেছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বন্যা দুর্গতদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরসহ তাদের জন্য বিশুদ্ধ পানি ও ভ্রাম্যমাণ ল্যাট্রিনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে দুর্গত এলাকায় ২৮০ মেট্রিকটন চাল ও ১২ লাখ ৫০ হাজার টাকা বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা