দিনাজপুরে নির্মাণের ২০ দিনের মধ্যেই ধসে গেলো সেতু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-09-2021

দিনাজপুরে নির্মাণের ২০ দিনের মধ্যেই ধসে গেলো সেতু

দিনাজপুরের উপশহর এলাকার রাস্তার মাঝে নির্মাণাধীন একটি সেতু নির্মাণের ২০ দিন পরেই ধসে পড়েছে। গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে মালবাহী একটি ট্রাক ওই সেতুর উপর দিয়ে যাওয়ার পরই মাঝখানে ধসে পড়ে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেটের উপশহর ৭ নম্বর ব্লকে পাওয়ার হাউজের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

২০ দিন আগে সেতুটির ঢালাই দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের অধীনে এই সেতুর নির্মাণ করা হচ্ছে। 

স্থানীয়রা জানায়, ঠিকাদার প্রথম থেকে কাজটি ভালোভাবে করেননি। পুরনো রড দিয়ে কাজটি করতে চেয়েছিলেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলী মোরশেদ আলমকে বিষয়টি জানালে তিনি এসে নতুন রড দিয়ে নির্মাণকাজ করতে ঠিকাদারকে বাধ্য করেন। পরে ঠিকাদারের শ্রমিকরা কয়েকদিন পরেই সাটারিংয়ের কাঠ এসে খুলে নিয়ে যায়। 

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী ঢালাইয়ের ২৮ দিন পর্যন্ত সাটারিং খোলা যাবে না। কিন্তু ঠিকাদার অফিসকে অবগত না করে আগেই সাটারিং খুলে ফেলেন। যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য কালভার্টটির দুই পাশে ব্যারিকেডও দেননি ঠিকাদার। ধসে পড়া সেতুটি পুনরায় নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা