পানশিরে আরও তীব্র হচ্ছে লড়াই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-09-2021

পানশিরে আরও তীব্র হচ্ছে লড়াই

আফগানিস্তানের পানশির উপত্যকায় তালেবান বাহিনী এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেওয়া স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল-জাজিরা’ এ খবর দিয়েছে।

আল-জাজিরার সংবাদকর্মী চার্লস স্ট্র্যাটফোর্ড। যিনি পানশিরের একমাত্র প্রবেশপথ গোলবাহারের কাছাকাছি থেকে খবর দিচ্ছেন। তিনি জানিয়েছেন, সবশেষ কয়েক ঘণ্টায় সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে। এতে স্থানীয় বেসামরিক লোকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

তিনি বলেন, “আমরা যখন গোলবাহারে পৌঁছলাম, সেখানে অনেক ধোয়া দেখতে পাচ্ছিলাম। সেখানকার নিয়ন্ত্রণে রয়েছে তালেবানই। তারা কয়েক মিনিট অন্তর অন্তর বিরোধীদের জবাবে গুলি চালিয়ে যাচ্ছিলেন।”


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা