বন্যায় লণ্ডভণ্ড নিউ ইয়র্ক সিটি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-09-2021

বন্যায় লণ্ডভণ্ড নিউ ইয়র্ক সিটি

বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে নিউ ইয়র্ক সিটি। এরইমধ্যে দেশটির আবহাওয়া অধিদপ্তর নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।

এ ব্যাপারে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, হারিকেন ‘আইডা’র প্রভাবে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনগুলো বন্যার কবলে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

আবহাওয়া পরিষেবা থেকে বুধবার রাতে টুইট বার্তায় জানানো হয়, বন্যার কারণে ম্যানহাটান, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে রাত সাড়ে ১১টা পর্যন্ত জরুরি সতর্কতা ছিলো। 

ওই বার্তায় বলা হয়, স্থানীয়রা যাতে বন্যার মধ্যে বাইরে চলাফেরা বা গাড়ি চালানো থেকে বিরত থাকে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়। 

উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের এক’শ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট  ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।

ঝড়টি পরে উত্তরদিকে বয়ে যায় এবং এর প্রভাবে টর্নেডো ও ব্যাপক বন্যা দেখা দেয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)