স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ সেপ্টেম্বর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ সেপ্টেম্বর

১৬৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার স্থগিত হয়ে যাওয়া নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ২০ সেপ্টেম্বর ১৬১ টি ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভায় ভোট হবে। 

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেসে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। 

তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এ ছাড়া কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ইউপিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেটিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। 

 

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সব শেষে ২১ জুন প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। তখন ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। কমিশনের ৮৪তম সভায় সব আটকে থাকা ভোট ডিসেম্বরের মধ্যে করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৭ ইউপি এবং ৯টি পৌরসভা। আজ ১৬১ ইউপিসহ এসব নির্বাচনের তারিখ ঘোষণা হলো

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা