শত্রুদের হুমকির কারণেই সব ক্ষেত্রেই শক্তি ও সক্ষমতা অর্জন: ইরান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

শত্রুদের হুমকির কারণেই সব ক্ষেত্রেই শক্তি ও সক্ষমতা অর্জন: ইরান

ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সরঞ্জামের বেশিরভাগই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এ কারণে শত্রুরা ইরানের বিরুদ্ধে কিছুই করতে পারবে না।

বৃহস্পতিবার সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেছেন, শত্রুদের হুমকির কারণেই ইরান সব ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা অর্জন করতে পেরেছে। খবর-পার্সটুডের।

মুসাভি বলেন, শত্রুদের হুমকির কারণে ইরান প্রথম থেকেই চেষ্টা করেছে বিদেশ-নির্ভরতা কমাতে।

তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা ক্রমেই বাড়ছে। সামরিক বিশেষজ্ঞরাও এখন স্বীকার করছে যে, এই অঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শীর্ষ অবস্থানে রয়েছে।

ইসলামের শত্রুরা প্রথম থেকেই ইরানের ইসলামী বিপ্লবের বিরোধিতা করে আসছে। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা