রাজবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

রাজবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

রাজবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ শুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালার শুরুতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূর্বণা রাণী সাহা কর্মশালার প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের উপর কর্মশালায় উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন। আলোচনা শেষে চারটি গ্রুপে বিভক্ত হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সুপারিশ লিখিত আকারে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আজকের এই কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভিন্ন বিষয় জানা গেলো। যেগুলো জেলা প্রশাসনের দপ্তর থেকে বাস্তবায়নের জন্য কাজ করে যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা