সিলেটে দু’দিন পর ফের করোনা শনাক্ত ছাড়ালো শতক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

সিলেটে দু’দিন পর ফের করোনা শনাক্ত ছাড়ালো শতক

টানা দু’দিন সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের সংখ্যা ছিল একশ’র নিচে। কিন্তু তৃতীয় দিন এসে ফের শনাক্ত শতক ছাড়িয়েছে। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৯ জন। একই দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এর আগের দিন বুধবার ৮৯ জন আক্রান্ত শনাক্ত ও ৮ জনের মৃত্যু হয়েছিল করোনায়। মঙ্গলবারও আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল একশ’র নিচে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন ১০৯ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৫২ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ২০ জন ও মৌলভীবাজার জেলার ১৪ জন। 

সবমিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯২ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১১৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৭৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৭৭ জন রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ৭ জনের মৃত্যু হয়েছে তাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮২ জনে। এর মধ্যে সিলেট জেলার ৮৯২ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। 

এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের ১৮ জনই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৪ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা