উত্তর কোরিয়াকে প্রতিরোধে ৩ টনের ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

উত্তর কোরিয়াকে প্রতিরোধে ৩ টনের ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া এবার উত্তর কোরিয়াকে প্রতিরোধ করতে তিন টন বিস্ফোরকবাহী ভয়ঙ্কর মিসাইল বানাচ্ছে বলে জানা গেছে। নতুন এই ক্ষেপণাস্ত্র বর্তমানে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মিসাইলটি ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরপাল্লার। এই ক্ষেপণাস্ত্র মাটির নিচের স্থাপনা ধ্বংস করতে কার্যকর হবে। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে নতুন বাজেট প্রস্তাব প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। ২০২২ থেকে ২০২৬ সালের প্রতিরক্ষা ব্লু-প্রিন্টে উল্লেখ করা হয়েছে, তারা বর্ধিত ধ্বংসক্ষমতার মিসাইল বানাবে।

যদিও এই শক্তিশালী মিসাইল নিয়ে এখনো মুখ খুলেনি কিমের দেশ উত্তর কোরিয়া। উল্লেখ্য, দুই কোরিয়ার মধ্যে একধরনের ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা চলছেই। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উন্নয়নে সমস্ত দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা