চকরিয়ায় বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

চকরিয়ায় বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মুদির দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়ির বমুরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক মো. শফি।

বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব বলেন, ভোররাতে ঘণ্টাব্যাপী আকস্মিক বজ্রপাতে বমুরকুল এলাকায় একটি মুদির দোকান পুড়ে যায়। তবে দোকানে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, বজ্রপাতের ঘটনায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭-৮টি বৈদ্যুতিক মিটারও পুড়ে গেছে। অনেকের বাড়ির ফ্যানও নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা