যেভাবে চার মাসে ২১ কেজি ওজন কমালেন ভূমি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

যেভাবে চার মাসে ২১ কেজি ওজন কমালেন ভূমি

ভূমি পেডনেকার, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ইতোমধ্যে অভিনয়ে দর্শকদের মন কেড়েছেন তিনি। 

তবে বলিউড অভিষেকে স্থুল চেহারা নিয়ে দর্শকদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভূমিকে। যদিও সেসবের তোয়াক্কা না করে কয়েক মাসেই নিজেকে প্রমাণ করেন তিনি। কোন উপায়ে জিরো ফিগারে পৌঁছলেন ভূমি? জেনে নিন তার মেনে চলা কয়েকটি নিয়ম।

১. ওয়ার্ক আউট
চার মাসে প্রায় ২১ কেজি ওজন ঝরিয়েছেন ভূমি। এই ওজন কমানোর মিশনে এতটুকু বিশ্রাম নেননি তিনি। সদা ভরসা রেখেছেন কেবল ওয়ার্ক আউটের ওপরেই। ফ্যানদেরকেও তাই অবিরত কার্ডিয়ো ও ওয়েট ট্রেনিংয়েই জোরদিতে বলছেন অভিনেত্রী।

২. ঘি-মাখন খাওয়া
ক্র্যাশ ডায়েট তো দূর বরং বেশি করে ঘি, মাখন, দুধ ডায়েটে রেখেছিলেন ভূমি। ওজন ঝরানোর দিনগুলোতে এগুলোই বেশি করে খেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

৩. মায়ের হাতের রান্নায় ভরসা
শুধু ঘি-মাখনই নয়, ভরসা ফেরাতে হবে ঘরের খাবারেও। ভূমির পরামর্শ যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। নিজেও ভরসা রেখেছেন মায়ের হাতে তৈরি ঘরের খাবারেই। একইসঙ্গে প্রচুর সবুজ শাকসবজি খেতেও বলছেন অভিনেত্রী।

৪. জুস পান
শরীরের টক্সিন দূর করতে অ্যালোভেরা জুস ও শসার ওপর নিয়মিত ভরসা রেখেছেন ভূমি। টানা পাঁচদিন ওয়ার্ক আউটের পর যা ইচ্ছে হয় তাই-ই খেতে বলেছেন তিনি। এই কয়েকটি নিয়ম মেনে চললে কয়েক মাসেই ওজন কমে জিরো ফিগার পাবেন বলে জানিয়েছেন ভূমি পেডনেকার। সূত্র: জি নিউজ


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা