খুলনায় ঝাগড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

খুলনায় ঝাগড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রাজমিস্ত্রী খান মো. শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৭)। তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড় এলাকার ৪৮ নম্বর সার্কুলার রোডের এক বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের বাড়ির মালিক নাসির উদ্দিন জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে স্বামী অথবা স্ত্রীর হাতে থাকা রড বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। তখনই এ দুর্ঘটনা ঘটে।

খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, খান মো. শাওন তার পরিবার নিয়ে সার্কুলার রোডের নাসির উদ্দিনের বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন। তিন তলার বেলকনির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের তার রয়েছে। 

তিনি আরও জানান, সকালে রড দিয়ে কাজ করার সময় সেটি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এসময় স্বামী ও স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা