করোনা কমলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে: প্রধানমন্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

করোনা কমলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ কিছুটা কম হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, করোনার প্রকোপ কিছু কমেছে। কিন্তু ডেঙ্গুর প্রকোপ রয়েছে। সবাইকে নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ওষুধ দিলে হবে না পরিষ্কারও রাখতে হবে। নিজেকে সজাগ রাখতে হবে। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে, কাজ করে যাচ্ছে। করোনার প্রকোপ কিছুটা কমেছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, উদাসীন না হয়ে সবাই যেনো স্বাস্থ্যবিধিটা মেনে চলে। আমরা সারা পৃথিবীতে দেখছি করোনা কমে আসে আবার নতুন করে সংক্রমণ বাড়তে থাকে। 

এসময় তিনি আরও বলেন, টিকার সমস্যা নেই। তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক, তাদের পরিবারের সদস্য, গাড়ি চালকসহ সবাকে টিকা দেওয়ার চেষ্টা করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা আছে সেগুলো মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়ার চেষ্ট করছি। 

শেখ হাসিনা বলেম, ছয় কোটি ডোজ টিকার টাকা অগ্রিম দিয়েছি, পর্যায়ক্রমে টিকা আসবে। টিকা দেওয়ার পরও দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু হয়তো সিরিয়াস কিছু হয় না। যাদের হার্টের অসুখ আছে তাকে বেশি সাবধান থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখতে হবে। নিজের ভালো নিজে বুঝতে হবে। আমরা সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার করে যাচ্ছি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা