সিলেটে সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস নেতা নিহত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-09-2021

সিলেটে সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস নেতা নিহত

সিলেট-বিয়ানীবাজার সড়কের জলঢুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মাওলানা আইয়ুব আলী (৫২)। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক। তার বাড়ি বড়লেখা উপজেলা তরাদরম এলাকায়। তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাস্তার পাশে তার রক্তাক্ত লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। লাশের কাছে একটি লাল রঙের রেজিস্ট্রেশন (সিলেট-ল ১১-৪৮৭০) পালসার মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোনো যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আইয়ুব আলী মারা যান। তার মাথা থেঁতলে রাস্তায় রক্ত ও মস্তিকের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে।

এদিকে,  অজ্ঞাত যানবাহনেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা