তৃতীয় পরীক্ষায় ইসি মাহবুব তালুকদারের করোনা নেগেটিভ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-07-2021

তৃতীয় পরীক্ষায় ইসি মাহবুব তালুকদারের করোনা নেগেটিভ

তৃতীয়বারের পরীক্ষায় করোনা থেকে মুক্তি পেয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রোববার (১৮ জুলাই) বিকেলে এই তথ্য জানান।

তিনি বলেন, তৃতীয়বারের মতো আজ স্যারের করোনা পরীক্ষা করা হয়েছে। আগের দুইবার পরীক্ষায় করোনা পজেটিভ হলেও এবার নেগেটিভ এসেছে। বর্তমানে স্যার শারীরিকভাবে সুস্থ আছেন, আজই তিনি বাসায় ফিরবেন। এর আগে গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহবুব তালকুদার। সেই রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়।

শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা পজিটিভ আসে। পরে গত ৩ জুলাই দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হলে তখনও পজেটিভ রেজাল্ট আসে। তখন থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা