রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-09-2021

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। তার নাম শিহাব উদ্দিন (২৬)। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

শিহাবকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

জানা গেছে, শিহাবের গ্রামের বাড়ি জামালপুর। তিনি একটি প্রতিষ্ঠানে বাবুর্চির কাজ করতেন। ভোরে ওই প্রতিষ্ঠানের জন্য বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। 

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই রিয়াজ জানান, আমরা সংবাদ পেয়েছি, খিলগাঁও বাগিচা এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আমাদের অফিসারকে পাঠিয়েছি। তিনি আসলে বিস্তারিত জানা যাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা