পদ্মায় ভেসে যাওয়া তিন কৃষককে উদ্ধার করলো পুলিশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-08-2021

পদ্মায় ভেসে যাওয়া তিন কৃষককে উদ্ধার করলো পুলিশ

রাজবাড়ীর পদ্মা নদীতে ভেসে যাওয়া তিন কৃষককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ফেরিঘাট এলাকায় মাঝ পদ্মা থেকে তাদের উদ্ধার করা হয়।  

উদ্ধার হওয়া তিন কৃষক হলেন গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকার মৃত বছিরউদ্দীন মন্ডলের ছেলে মো. সহিরুদ্দিন মন্ডল (৫১), মৃত গোলাপ খাঁনের ছেলে আব্দুল লতিফ খাঁন (৭৫), মৃত শমজুদ্দিন মোল্লার ছেলে রুমজান শেখ (৬৫)।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার দুপুর ৩টার দিকে দৌলতদিয়ার ৪নং ফেরিঘাট এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় স্থানীয় এক নারী গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরকে পদ্মায় তিন জেলে ভেসে যাচ্ছে এমন দৃশ্য দেখায়। পুলিশ বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় একটি ইঞ্জিনচালিত ট্রলার সেখানে মাঝ নদীতে পাঠায়। তারা দ্রুত ভেসে যাবেন ভেবে স্থানীয় আরও দুইজনকে নিয়ে ৭নং ফেরিঘাট থেকে একটি ট্রলার নিয়ে মাঝ পদ্মায় পৌঁছায়। পরে ৫ নং ফেরিঘাট এলাকা থেকে তিন কৃষককে উদ্ধার করা হয়।

আব্দুল লতিফ খাঁন বলেন, পদ্মার সাথে লাড়ই করে আমাদের জীবন। এমন ঘটনা কোনদিন ঘটেনি। কুশাহাটা থেকে বাড়ি আসার সময় নৌকা ডুবে যায়। প্রায় ৬ কিলোমিটার পদ্মায় ভাসতে ভাসতে ফেরিঘাটের দিকে আসি। এই ছয় কিলোমিটার আসার সময় হাত ইশারা করে অনেকের সাহায্য চেয়েছি। কিন্তু পাইনি। আমাদের শক্তি শেষ হয়ে আসছিলো। যখন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আসলাম তখন ভাবলাম এবার উদ্ধার না হলে নদীতে ডুবে মারা যাবো। তখন ট্রলার নিয়ে আমাদের উদ্ধার করে পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, বাংলাদেশ পুলিশ অনেক মানবিক কাজ করছে। সেই জায়গা থেকেই আমি এই কাজটি করেছি। তীব্র স্রোতে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বন্ধের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে জানান পুলিশের এই কর্মকর্তা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা