বগুড়া-জামালপুর নৌপথে ৮ দিন পর সি-ট্রাক সচল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-08-2021

বগুড়া-জামালপুর নৌপথে ৮ দিন পর সি-ট্রাক সচল

বগুড়া-জামালপুর নৌপথে আট দিন পর সি-ট্রাক চলাচল আবারও শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ সংলগ্ন জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে বগুড়ার সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশে যাত্রা করে সি-ট্রাকটি। শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত নামের সি-ট্রাকটি পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

ইঞ্জিন বিকল হওয়ায় ২৩ আগস্ট থেকে বগুড়া-জামালপুর নৌপথে সি-ট্রাকের যমুনা নদী পাড়ি দেওয়া বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির চার্টার্ড ফেরি সেবার ইজারাদার জাহিদুর রহমান মঙ্গলবার সকালে জানান, এই সি-ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রী পারাপার বন্ধ ছিল। পরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে কারিগরি দল ও বিআইডব্লিউটিসির প্রকৌশলীরা এসে বিকল ইঞ্জিন মেরামত করেন। আট দিন পর মঙ্গলবার থেকে চলাচল শুরু হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা