চট্টগ্রামে ট্রেনের সঙ্গে পিকআপের ধাক্কা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-08-2021

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে পিকআপের ধাক্কা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইয়াকুব নগর এলাকায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হলেও এক ঘণ্টা পর স্বাভাবিক হয়। ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

পাহাড়তলী কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতিকুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস সীতাকুণ্ডের ইয়াকুব এলাকা অতিক্রম করার সময় রেল লাইনের ওপর একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চলন্ত ট্রেনটি পিকাআপকে ধাক্কা দিলে পিকাআপের সামনের অংশ ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। 

তিনি আরও বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে রেললাইনে এসে পিকআপটি বিকল হয়ে গেলে ড্রাইভারসহ অন্যান্যরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর ঘটনাস্থল থেকে পিকআপটি সরিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা