হাকিমপুরে নারীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-08-2021

হাকিমপুরে নারীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে উত্যক্ত করার অভিযোগে দেলোয়ার (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত যুবক দেলোয়ার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল পাড়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম এ রায় দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বোয়ালদাড় গ্রামের দেলোয়ার একই গ্রামের একজন নারীকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল। পরে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে হাকিমপুর পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ৬ মাসের সাজা প্রদান করা হয়। 

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা