ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক


, আপডেট করা হয়েছে : 30-08-2021

ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক

ক্রিকেটকে বিদায় বললেন ভারতের অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। ২০১৪ সালে অভিষেক হলেও ২০১৬ সালের পর থেকে দেশের হয়ে মাঠা নামা হয়নি এ অলরাউন্ডারের। অনেক আশা থাকলেও দলে আর সুযোগ না পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার তেমন ভালো ছিল না। ভারতের হয়ে মোট ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি অবশ্য এখনও বিনির দখলে। তাসকিন আহমেদের অভিষেকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪ রানের খরচায় ৬টি উইকেট শিকার করেছিলেন তিনি, যা ছিল তার ক্যারিয়ারেরই প্রথম ৬ উইকেট।

অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এ অলরাউন্ডার বলেন, ‘আমি আপনাদের অবগত করতে চাই, আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আমি দারুণ উপভোগ করেছি এবং গর্বিত। আমার ক্রিকেটীয় যাত্রায় বিসিসিআইয়ের ভূমিকায় কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আস্থা ও বিশ্বাস দারুণ ছিল। কর্ণাটকের সমর্থন না পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুই হত না। এই দলকে প্রতিনিধিত্ব করা এবং শিরোপা জেতা অনেক সম্মানের। ’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা