বগুড়ায় ভ্যানচালককে খুন, দুই মাস পর রহস্য উদঘাটন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-08-2021

বগুড়ায় ভ্যানচালককে খুন, দুই মাস পর রহস্য উদঘাটন

বগুড়ার আদমদীঘিতে গলায় গামছা পেঁচিয়ে, দুই হাত-পা বেঁধে ভ্যানচালক শামীম আলমকে হত্যা করেছে আন্তঃজেলা অটোভ্যান ছিনতাইকারী চক্রের সদস্যরা। শামীমকে হত্যার পর অটোভ্যান নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য জানান।

গত ২৪ জুন সকাল ৮টার দিকে আদমদীঘি থানার ধানতলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের রাস্তার পূর্ব পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম আলম নওগাঁ জেলার রানীনগর থানার বেলতলা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রানা (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে মো. জনি (২১), আদমদীঘি উপজেলার কোমারপুর খাডির পাড় এলাকার জাবাইদুলের ছেলে মিঠু (২২) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ঢেকুঞ্জা গ্রামের মৃত ছামসুল সরদারের ছেলে মো. শাহিন (৩৫)। গ্রেফতার শাহিনের কাছ থেকে নিহত শামীমের অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোলায়মান আলী জানান, অটো ভ্যানচালক শামীমকে হত্যার পর আন্তঃজেলা অটোভ্যান ছিনতাই চক্রের সদস্যরা অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। ভ্যানচালক শামীম আলমের মরদেহ উদ্ধার হওয়ার পর তার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আন্তঃজেলা অটোভ্যান ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রবিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের জেলা আদালতে পাঠানো হবে। আন্তঃজেলা ছিনতাইকারী চক্রটির আরও তথ্য উদঘাটনের জন্য তাদের তিনদিনের রিমান্ড আবেদন করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা