সাতক্ষীরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক


সিনিয়র রিপোর্টার , মোঃ আনোয়ার , আপডেট করা হয়েছে : 29-08-2021

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেন নামে এক সোনা চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। 

আজ রবিবার সকাল ১০টার দিকে তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক বিলাল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে স্বর্ণ পাচারের সময় তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবীবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন নামে এক পাচারকারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০ ভরি ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা