চোখের জলে দেশকে বিদায় জানালেন আফগান পরিচালক রোয়া হায়দারি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-08-2021

চোখের জলে দেশকে বিদায় জানালেন আফগান পরিচালক রোয়া হায়দারি

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী সংগঠন তালেবান।

এরপর দেশটি ছাড়তে মরিয়া হয়ে উঠে বিদেশি গোষ্ঠীকে সহায়তাকারী ছাড়াও কিছু আফগান নাগরিক।

এরই অংশ হিসেবে এবার দেশ ছাড়লে আফগান নারী পরিচালক রোয়া হায়দারি।

চোখের জলে দেশকে বিদায় জানালেন রোয়া। তবে আবারও ফেরার প্রত্যয় তার কণ্ঠে।

সিনেমা পরিচালনার পাশাপাশি ভাল ফটোগ্রাফার রোয়া। সোশ্যাল মিডিয়ায় যে ছবি তিনি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে হাঁটু মুড়ে বসে তিনি।

ছবির ক্যাপশনে রোয়া লিখেছেন, “নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে।”

“আবার শূণ্য থেকে শুরু। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ে যাচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি- বিদায় জন্মভূমি। আবার দেখা হবে,” যোগ করেন গুণী এ পরিচালক।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা