নারায়ণগঞ্জের দেওভোগে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-07-2021

নারায়ণগঞ্জের দেওভোগে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ শহরতলীর পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম ইমন (২১)। সে দেওভোগ শেষ মাথা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ারের ছেলে। ইমুন বুকে ছুরিকাঘাতে নিহত হয় বলে জানা গেছে। এসময় আহত হয়েছে টুুটুল ও হানিফ নামে দুইজন ।
মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে ডেবিড-আব্দুল্লা এবং ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে এই সংঘাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এরমধ্যে ডেবিড ও আব্দুল্লা দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। সংঘাতে ইমন মারা গেল
নিহত ইমনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। নিহতের ভাই ওমর ফারুক ও মোহাম্মদ আলী ইমনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এখানে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে এসে আমি একটি গ্রুপকে পেয়েছি। তবে হত্যাকা-ের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বলা যাবে প্রকৃত ঘটনা কী।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা