রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-08-2021

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম শেফালী বেগম (৫০)। শেফালী বেগমের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি মাতুয়াইল মেডিকেল মুসলিম নগর এলাকায় থাকতেন।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) রাত আটটার দিকে বাসটি ওই নারীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুনিষ ঘোষ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শীরা জানায়- মা ও শিশু হাসপাতালের পাশেই একটি পেট্রোল পাম্পে রান্নার কাজ করতেন ওই নারী। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা