শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-08-2021

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। 

বৃহস্পতিবার সকালে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রেসক্লাব এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকারি কোনও সুযোগ-সুবিধা বঞ্চিত কিন্ডারগার্টেন শিক্ষকরা ১৮ মাস থেকে নানা সংকটে রয়েছেন। এছাড়া কোমলমতি শিক্ষার্থীরাও পড়াশোনা বিমুখ হয়ে পড়েছে। অবিলম্বে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বক্তারা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা