বিশ্বনাথে ২১৮ বোতল ভারতীয় মদসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


সিনিয়র রিপোর্টার , মোঃ আনোয়ার , আপডেট করা হয়েছে : 25-08-2021

বিশ্বনাথে ২১৮ বোতল ভারতীয় মদসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট ব্যুরোঃ সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে (২১৮ বোতল) ভারতীয় মদসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ০১ নং লামাকাজী ইউনিয়নস্থ আতাপুর গ্রামের সুরমা নদীর পার্শ্ববর্তী ডর নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার ছত্রিশ গ্রামের ফিরোজ বক্সের পুত্র সোহেল মিয়া (৩৮) ও আলী আকবরের পুত্র আনহার আলী। তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার মিডিয়া সহকারি অফিসার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বিশ্বনাথ থানা পুলিশ ২১৮ বোতল ভারতীয় মদসহ ০২ জনকে গ্রেপ্তার করে।আসামিদের বিরুদ্ধে চলমান মাদক বিরোধী আইনের মামলার প্রস্তুতি চলছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা