সিলেটে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-08-2021

সিলেটে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

সিলেটে বসতঘরের ভেতর থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকায় বাসা থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিলেট বন বিভাগের কর্মকর্তারা তক্ষকটি উদ্ধার করেন।

বন বিভাগ সূত্র জানায়, প্রায় ৪শ’ গ্রাম ওজনের ৬-৭ ইঞ্চি লম্বা এই তক্ষকটি ঝালোপাড়া এলাকার ১৬৩ নং বাসায় ঢুকে পড়ে। তক্ষকটি দেখে ওই ঘরের গৃহকর্ত্রী অন্যদের জানালে স্থানীয়রা বন বিভাগ কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে সিলেট বন বিভাগের কর্মকর্তারা ওই বাসায় গিয়ে তক্ষকটি উদ্ধার করেন।ওই বাসার লোকজন জানান, গত রবিবার সকালে তাদের ঘরে তক্ষকটি ঢুকলে তাকে বন্দি করা হয়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যান।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তক্ষকটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা