নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভাঙ্গায় মানববন্ধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-08-2021

নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভাঙ্গায় মানববন্ধন

সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভাঙ্গায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক মাহমুদা হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব সম্পা মাসুদ, কলেজ শিক্ষক ঝুমুর দাস, সরকারি কেএম কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী রোকসানা আক্তার প্রমুখ।মানববন্ধন শেষে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একদিকে বেড়েছে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অন্যদিকে কাজ হারিয়ে নারীরা হয়েছেন আরও অসহায়। দৃশ্যপট বদলাতে হলে, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে লড়াই ভিন্ন কোনও উপায় নেই। ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস আমাদেরকে যেকোনও কঠিন পরিস্থিতিতেও লড়াই করার শিক্ষা দিয়ে গেছে। সবাইকে এ আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা