মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র পানি সংকট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-08-2021

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র পানি সংকট

তীব্র পানি সংকটের মুখোমুখি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে। সিরিয়া ও ইরাকে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ পানি, খাবার ও বিদ্যুৎ সুবিধা হারাতে চলেছে বলে সতর্ক করেছে দেশগুলোতে কাজ করা তেরটি দাতব্য সংস্থা।

তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়াসহ খরার কারণে অঞ্চলগুলোতে খাবার ও কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে।৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক খরার কবলে সিরিয়া। দেশটিতে শত শত একর কৃষি জমি শুকিয়ে গেছে।

এদিকে, ইরানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় ফসল উৎপাদনে ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় পানির স্তর নিচে নেমে গেছে। ফলে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক নদী ও হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় বেশিরভাগ বাঁধে বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি দেখা দিয়েছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে এরই মধ্যে অনেক মানুষ দেশত্যাগ করলেও পানির সংকট আরো মানুষকে বাস্তুচ্যুত করবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা