বনানীতে আবাসিক ভবনে আগুন, দুই গৃহকর্মীর মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-08-2021

বনানীতে আবাসিক ভবনে আগুন, দুই গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর বনানীতে ১০ তলা আবাসিক ভবনের চারতলায় অগ্নিকাণ্ড হয়েছে। এতে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তাদের নাম মীম (১৭) ও স্বপ্না (১৬)। তাদের মৃত্যুর খবর আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

তিনি জানান, রবিবার রাতে বনানীর ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পরে ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। তাদের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। রাজধানীর বনানীতে ১০ তলা আবাসিক ভবনের চারতলায় অগ্নিকাণ্ড হয়েছে। এতে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তাদের নাম মীম (১৭) ও স্বপ্না (১৬)। তাদের মৃত্যুর খবর আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।

তিনি জানান, রবিবার রাতে বনানীর ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ১০ তলা ভবনের ৪ তলায় অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পরে ওই ভবনের ভেতর থেকে দুই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। তাদের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।বনানী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, রবিবার দিবাগত রাত ১টা ৫৬ মিনিটে বনানীর ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভায়। পরে বাথরুমের ভেতর থেকে ওই দুই গৃহকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন মেয়ে আহত হন।

অগ্নিকাণ্ডের কারণের বিষয়ে তিনি বলেন, তদন্তের পর বলা যাবে কারণ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা