২০ শিশু অপহরণ করলো তালেবানরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-08-2021

২০ শিশু অপহরণ করলো তালেবানরা

আফগানিস্তানের বাঘলান প্রদেশ থেকে ২০ জন শিশুর অপহরণ করেছে তালেবানরা৷ আফগানিস্তানের একাধিক মিডিয়া থেকে মিলেছে এই খবর৷

বেছে বেছে ওই ২০টি শিশুকে অপহরণ করার পিছনে তালেবানের অন্য উদ্দেশ্য রয়েছে৷ ওই শিশুদের বাবারা তালেবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে৷ এবং তাদের সঙ্গে লড়াইয়ে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে তালেবানের৷ তারই প্রতিশোধ হিসেবে শিশুদের অপহরণ করেছে জঙ্গিরা৷ তালেবানের তরফে ওই যোদ্ধাদের কাছে বার্তা পাঠানো হয়েছে৷ বলা হয়েছে, অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করো৷আফগানিস্তানের বাঘলান প্রদেশ থেকে ২০ জন শিশুর অপহরণ করেছে তালেবানরা৷ আফগানিস্তানের একাধিক মিডিয়া থেকে মিলেছে এই খবর৷

বেছে বেছে ওই ২০টি শিশুকে অপহরণ করার পিছনে তালেবানের অন্য উদ্দেশ্য রয়েছে৷ ওই শিশুদের বাবারা তালেবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে৷ এবং তাদের সঙ্গে লড়াইয়ে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে তালেবানের৷ তারই প্রতিশোধ হিসেবে শিশুদের অপহরণ করেছে জঙ্গিরা৷ তালেবানের তরফে ওই যোদ্ধাদের কাছে বার্তা পাঠানো হয়েছে৷ বলা হয়েছে, অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করো৷১৫ আগস্ট কাবুলের পতনের পর প্রেসিডেন্ট আশরফ গনি পালানোর পর এখন আফগানিস্তানে সরকার গঠনে তৎপর তারা৷পঞ্জশিরের নেতার মাসুদ আজহারের নেতৃত্বে তালেবানকে চ্যালেঞ্জ জানাচ্ছে নর্দ্যান অ্যালায়েন্স৷

আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ পর্বতের দুর্গম এলাকায় ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে তালেবান বিরোধী জোট৷ এই পঞ্জশির এলাকার ধারেকাছে এখনও ঘেঁষতে পারেনি তালেবান৷


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা