চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১৯, মৃত্যু ৫


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-08-2021

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১৯, মৃত্যু ৫

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। করোনা আক্রান্তের মধ্যে ১১৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১০০ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৫ জনের মধ্যে ৩ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

আজ সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা