টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্য ডিজি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-08-2021

টিকা চুরিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্য ডিজি

করোনাভাইরাসের টিকা চুরির ঘটনা তদন্ত হচ্ছে। এই টিকা চুরির ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

রোববার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। পুলিশ তাকে গ্রেফতার করেছে। তদন্তও চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি পদক্ষেপ নেয়া হবে। আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমরা যাচাই করে দেখতে চাই আমাদের অধিদফতর বা যারা টিকা দিয়েছে তাদের কেউ এসবের সাথে জড়িত কিনা। প্রমাণ পেলে আমরা আইনের পথেই হাঁটব।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা