দিনে আহত ৪১ ফিলিস্তিনী, রাতে গাজায় বিমান হামলা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-08-2021

দিনে আহত ৪১ ফিলিস্তিনী, রাতে গাজায় বিমান হামলা

ইসরায়েলি বিমান গাজায় হামাসের অবস্থানে আঘাত হেনেছে। শনিবার (২১ আগস্ট) গভীর রাতে এ হামলা চালানো হয়। এর আগে, গাজা সীমান্তে গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা ও ৪১ ফিলিস্তিনী আহত হয়। এরপর রাতে বিমান হামলার ঘটনা ঘটে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মিলিটারি জানিয়েছে, শত শত ফিলিস্তিনি স্ট্রিপের প্রবল সুরক্ষিত সীমান্তের কাছে জড়ো হয়েছিল, যেখানে কেউ সীমান্তের বেড়া তুলে নেওয়ার চেষ্টা করেছিল এবং অন্যরা ইসরাইলি সেনাদের দিকে বিস্ফোরক ছুঁড়ছিল।ইসরায়েলি বিমান গাজায় হামাসের অবস্থানে আঘাত হেনেছে। শনিবার (২১ আগস্ট) গভীর রাতে এ হামলা চালানো হয়। এর আগে, গাজা সীমান্তে গোলাগুলিতে এক ইসরায়েলি সেনা ও ৪১ ফিলিস্তিনী আহত হয়। এরপর রাতে বিমান হামলার ঘটনা ঘটে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মিলিটারি জানিয়েছে, শত শত ফিলিস্তিনি স্ট্রিপের প্রবল সুরক্ষিত সীমান্তের কাছে জড়ো হয়েছিল, যেখানে কেউ সীমান্তের বেড়া তুলে নেওয়ার চেষ্টা করেছিল এবং অন্যরা ইসরাইলি সেনাদের দিকে বিস্ফোরক ছুঁড়ছিল।আহত ৪১ ফিলিস্তিনীর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে মাথায় গুলি লাগা এক ১৩ বছরের কিশোরও আছে। এছাড়া অন্যান্যদের আঘাতের অধিকাংশই মাঝারি হিসেবে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে অঙ্গ, পিঠ এবং পেটে বন্দুকের গুলি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা