কাবুলে আইএস হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-08-2021

কাবুলে আইএস হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি

আফগানিস্তানের কাবুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে। এজন্য তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বার্তায় উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রতিনিধি যাদের ব্যক্তিগতভাবে আসতে বলবেন তারাই যেন যাত্রার জন্য আসেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি দেখছেন, বিকল্প পথ খুঁজছেন। আইএসের আক্রমণের সম্ভাব্য হুমকি সম্পর্কে আর কোনো বিবরণ দেওয়া হয়নি এবং গোষ্ঠীটি প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর হুমকিও দেয়নি।আফগানিস্তানের কাবুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে। এজন্য তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে। রবিবার (২২ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বার্তায় উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রতিনিধি যাদের ব্যক্তিগতভাবে আসতে বলবেন তারাই যেন যাত্রার জন্য আসেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি দেখছেন, বিকল্প পথ খুঁজছেন। আইএসের আক্রমণের সম্ভাব্য হুমকি সম্পর্কে আর কোনো বিবরণ দেওয়া হয়নি এবং গোষ্ঠীটি প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর হুমকিও দেয়নি।এদিকে গত ২৪ ঘন্টায় কাবুল থেকে আমেরিকার উদেশ্যে পাড়ি দিয়েছে ৬টি সি-১৭ বিমান এবং ৩২টি চার্টার্স বিমান। এই ৩৮টি বিমানে করে প্রায় ৩ হাজার ৮০০ জন যাত্রীকে আনা হচ্ছে আমেরিকায়। শনিবার রাতে হোয়াইট হাউসের তরফে টুইট করে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই আফগানিস্তান থেকে আমেরিকায় অনেক মানুষ এসেছেন।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা