সিলেটে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিএনজি চালক গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-08-2021

সিলেটে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিএনজি চালক গ্রেফতার

সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালক সুমন আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালক সুমন আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ছিনতাইকারী সুমন আহমদ মোগলাবাজার থানাধীন দৌলতপুর গ্রামের তুতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের ইলাশপুর গ্রামের শহিদুল ইসলাম ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন। ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় তার নামার কথা থাকলেও ছিনতাইকারীরা কৌশলে তাকে সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বাড়ির দক্ষিণ পাশে নিয়ে আসে। এরপর অস্ত্রের মুখে তার কাছ থেকে ২ দুই লাখ নিয়ে অটোরিকশা থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

ছিনতাইর ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় শহিদুল ইসলাম মামলা করলে পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে তৎপর হয়ে ওঠে। ফেঞ্চুগঞ্জ টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে অভিযানে নামে পুলিশ। অবশেষে মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জ থেকে ছিনতাইকারী গ্রুপের সদস্য সিএনজি অটোরিকশা চালক সুমন আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ হাজার হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়াত হোসেন জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী সুমন তার অটোরিকশায় যাত্রী তুলে ছিনতাই করে আসছিল। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা