করিম বেঞ্জেমার চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল মাদ্রিদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-08-2021

করিম বেঞ্জেমার চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল মাদ্রিদ

২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। গত মৌসুমে দলের অধিনায়ককে বিনামূল্যে হাতছাড়া করার পর তড়িঘড়ি করে দলের নতুন সহ-অধিনায়ক করিম বেঞ্জেমার চুক্তির মেয়াদ বাড়াল রিয়াল।

২০০৯ সালে টিনএজার বেঞ্জেমা লিয়ঁ থেকে মাদ্রিদ দলে যোগ দিয়েছিলেন। তার সঙ্গেই একই মৌসুমে দলে যোগ ক্রিশ্চিয়ানো রোনালদো, কাকা, জাবি আলন্সো, রাউল আলিবিয়লরা হয় অন্য দলে যোগ দিয়েছেন, নয়তো অবসর নিয়েছেন। তবে বেঞ্জেমা এখনও রিয়াল জার্সি গায়ে শুধু খেলছেন বললে ভুল হবে, দাপটের সঙ্গে দলকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন।

৫৬০টি ম্যাচ খেলে ফরাসি স্ট্রাইকারের করা ২৮১টি গোল ক্লাব ইতিহাসে পঞ্চম সর্বাধিক। পুরনো চুক্তি অনুযায়ী, ২০২২ সালেই তার সঙ্গে রিয়ালের চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। তবে বিনামূল্যে যাতে বেঞ্জেমাকেও হাতছাড়া করতে না হয়, সেই কারণেই তড়িঘড়ি তাকে ১৩তম মৌসুমের শুরুতেই ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তি করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা