চরম বিপদে পাশে পেয়ে কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা বাইডেনের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-08-2021

চরম বিপদে পাশে পেয়ে কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা বাইডেনের

আফগানিস্তানে চরম বিপাকে পড়ে কাতারকে পাশে পেয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, আফগানিস্তান সংকটে কাতারের তাৎক্ষণিক এমন ‘উদার সহায়তা’ এছাড়া হাজার হাজার মার্কিন দ্রুত সরিয়ে নেওয়া কোনওভাবেই সম্ভব হতো না।শুক্রবার হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বক্তৃতায় একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এতে চরম বিপাকে পড়ে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকরা। এমতাবস্থায় দ্রুত নিজেদের নাগরিকদের সরিয়ে কাজ শুরু করে আমেরিকা। এ সময় প্লেনে করে আমেরিকান নাগরিকদের কাতারে সরিয়ে নেওয়া হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা