রাজবাড়ীতে পদ্মার তিন পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-08-2021

রাজবাড়ীতে পদ্মার তিন পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

রাজবাড়ীর পদ্মা নদীর তিনটি পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার গোয়ালন্দের দৌলতদিয়া, পাংশার সেনগ্রাম ও সদরের মহেন্দ্রপুর গেজ স্টেশন পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় সেনগ্রাম পয়েন্টে পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭, মহেন্দ্রপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ও দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহত পানি বৃদ্ধির কারণে পাংশার বাহাদুরপুর, কালুখালির কালিকাপুর, রতদদিয়া, রাজবাড়ী সদরের খানগঞ্জ,
বরাট, চন্দনী ও মিজানপুর এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের
বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে পানিবন্দি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র শ্রোতের
কারণে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে পদ্মাপাড়ের মানুষের মধ্যে।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসনের প্রস্তুতি
রয়েছে। পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসনের পক্ষে থকে সহায়তা করা হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা