নিয়ামতপুরে অযত্ন অবহেলায় ‘ভাঙা মসজিদ’


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 13-05-2021

নিয়ামতপুরে অযত্ন অবহেলায় ‘ভাঙা মসজিদ’

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামে অবস্থিত ‘ভাঙা মসজিদ’। উপজেলা থেকে মসজিদটির দূরুত্ব প্রায় ১৫ কিলোমিটার। প্রাচীন ঐতিহ্যের ছাপ দেদীপ্যমান মসজিদটির পরতে পরতে। নান্দনিক নকশা ও সুনিপুণ নির্মাণকাজ জানান দেয় মুসলিম ইতিহাসের নান্দনিকতার কথা।

এত সুন্দর ও সুদর্শন একটি মসজিদ এবং শৈল্পিক অবকাঠামো রয়েছে তা অনেকের অজানা। এর গঠন পদ্ধতি ও স্থাপত্য কৌশল শিল্পসমৃদ্ধ ও অনন্য। চারটি পিলারের ওপর দাঁড়িয়ে ৯ গম্বুজবিশিষ্ট এ মসজিদের নির্মাণশৈলী মনোমুগ্ধকর। একটি দরজা রয়েছে। দ্বিতল ভবনের ভেতরে মেহরাব ও দেয়ালে অঙ্কিত রয়েছে বিভিন্ন কারুকাজের ফুলদানি ও ফুল। মসজিদের দেয়ালের গাঁথুনি চার ফুট প্রস্থ, যা চুন ও সুরকি দিয়ে গাঁথা।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)