প্রতিপক্ষ পাকিস্তান, মাঠে নামার অপেক্ষায় রশিদ খানরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-08-2021

প্রতিপক্ষ পাকিস্তান, মাঠে নামার অপেক্ষায় রশিদ খানরা

 বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে তা কেটে গেছে। পাকিস্তান ও আফগানিস্তান পূর্বনির্ধারিত ওয়ানডে সিরিজ খেলবে সেপ্টেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এরইমধ্যে আফগানিস্তান জাতীয় দলের কয়েক ক্রিকেটার অনুশীলন করেছে রাজধানীর কাবুলে। পিসিবি বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তান ও আফিগানিস্তানের সিরিজ শ্রীলঙ্কায় হবে। তালেবানের নীতি নির্ধারকরা সিরিজটি নিয়ে সবুজ সংকেত দিয়েছে। আমরা আমাদের আগের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। দ্রুতই আমরা স্কোয়াড ঘোষণা করবো।’
১ থেকে ৫ সেপ্টেম্বরের ভেতরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সবগুলো ম্যাচ হবে হাম্বানটোটায়। আইসিসি সুপার লিগের ম্যাচ হওয়ায় সিরিজটি বেশ গুরুত্ব দিয়ে দেখছে দুই দল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা